প্রিমিয়ার ফুটবলে চসিক, কোয়ালিটির জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে লিগে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১-০ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবকে হারিয়ে তৃতীয় জয়ের দেখা পায়। প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল বিকেলের এ খেলায় শেষ দিকে হাতাহাতিতে লিপ্ত হয়ে লালকার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় কাস্টমস ক্লাবের কামরুল ও কোয়ালিটির জুয়েলকে। এ জয়ে ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে কোয়ালিটি ক্লাব। একই সংখ্যক খেলায় কাস্টমসের ৭ পয়েন্ট।
খেলার ১৩ মিনিটে বিজয়সূচক গোলটি করেন মাজিদুল। বামপ্রান্তের প্রায় ৩৫ গজ দূর থেকে তার নেয়া শূন্যে ভাসানো বল কাস্টমস কিপারের মাথার উপর দিয়ে জাল স্পর্শ করে (১-০)। দুই মিনিট পর গৌরব বক্সে ফাঁকায় থেকেও কিপারের গায়ে মেরে দেন। পিছিয়ে থেকে কাস্টমস আক্রমণ করেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে বক্সে একেবারে অরক্ষিত থেকেও বাইরে শট করে কাস্টমসের অধিনায়ক জাহেদুল নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। আরেকবার কোয়ালিটি কিপার সাইফুলের কৃতিত্বে সমতা আনা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচসেরা মাজিদুলের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও বিশিষ্ট সংগীত শিল্পী আবদুল মান্নান রানা। অপর খেলায় চসিক একাদশ ২-০ গোলে মোহামেডান ব্লুজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রাসেল ও জিল্লুর গোল করেন। চসিকের সাত খেলায় ১১ ও ব্লুজের সাত খেলায় ৮ পয়েন্ট। এ খেলায় ম্যাচসেরা জিল্লুরের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইসহাক। প্রিমিয়ার ফুটবল লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং বিসিআইসি ক্রীড়া সংসদ। বিকাল ৩.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া একাদশের ফুটবল অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধমিয়ানমারকে ছাড়া শুরু আসিয়ান সম্মেলন