‘প্রিমিয়ার ক্রিটিকাল পারস্পেক্টিভ’ এর প্রকাশনা উপলক্ষে সভা

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির জার্নাল ‘প্রিমিয়ার ক্রিটিকাল পারস্পেক্টিভ ’এর প্রকাশনা উপলক্ষে এক সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও জার্নালের এডিটর ইন চিফ প্রফেসর ড. মোহীত উল আলম।

উপস্থিত ছিলেন জার্নালটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্যবসাপ্রশাসন বিভাগের প্রফেসর অমল ভূষণ নাগ, অ্যাসোসিয়েট এডিটর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহিদ মো. আসিফ ইকবাল, এডিটরিয়াল বডির চার সদস্য ব্যবসাশিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মো. ইফতেখার মনির, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। প্রফেসর ড. মোহীত উল আলম জার্নালের চিফ প্যাট্রন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, প্যাট্রন উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, উপদেষ্টামণ্ডলী, অ্যাসোসিয়েট এডিটর ও এডিটরিয়াল বডির সকল সদস্যকে মানসম্পন্ন একটি জার্নাল ছাপানোর প্রক্রিয়ায় সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধসারাদেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়েছে