চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগের প্রতিনিধি সভা গত ১৮ জুন শনিবার সন্ধ্যা ৭ টায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী দলসমূহের সাথে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সভায় প্রিমিয়ার ও ১ম বিভাগ লীগে অংশগ্রহণকারী ১৮টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লিগের দলবদল আগামী ১০-১৪ আগস্ট, প্রিমিয়ার লিগের খেলা ১ সেপ্টেম্বর এবং ১ম বিভাগ লিগের খেলা ১১ সেপ্টেম্বর শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।