প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের অনলাইন বিতর্ক ও সাংস্কৃতিক সন্ধ্যা

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগ অতিরিক্ত শিক্ষা কার্যক্রমও পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৮ ও ১০ জুলাই দুই দিনব্যাপী অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগ। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। বিভাগের অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের সমন্বয়ে চারটি টিম বিতর্কে অংশগ্রহণ করে। সমসাময়িক ঘটনা সংশ্লিষ্ট আগ্রহ উদ্দীপক বিষয়সমূহের উপর গ্রুপ পর্ব এবং তৃতীয় স্থান নির্ধারণী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি গণিতের একাডেমিক বিষয় ‘‘কোনো ধারার কনভার্জেন্সি-ডাইভার্জেন্সি যাচাই করনে ডি’এলেমবার্ট’স টেস্টই অধিকতর গ্রহণযোগ্য”-এর উপর ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাবরিনা আক্তার মীম, পপি সর্ববিদ্যা ও শীর্ষ জাহিদ ঋদ্ধি সমন্বয়ে গঠিত টিম চ্যাম্পিয়ন এবং শরিফুল ইসলাম শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে। শেষ দিনে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। তার আগে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়। বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদাউসের সঞ্চালনায় সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন, সহকারী অধ্যাপক শাহরিনা আক্তার ও প্রভাষক রাজীব কর্মকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী আলাউদ্দিন তাহেরের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের সভা