প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়া পরিদর্শন করেছেন গতকাল শুক্রবার। ইউটিএস কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এই ইউনিভার্সিটি পরিদর্শনকালে এর শিক্ষা ও সার্বিক কার্যক্রম অবগত হয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। একই দিনে সেখানে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়ার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ইউটিএস–এর পক্ষ থেকে ইন্টেরিম ডেপুটি ভাইস–চ্যান্সেলর ও ভাইস–প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল) লিও মিয়ান লিউ, সিইও মোরওয়েনা শাহানি, এঙিকিউটিভ ডিরেক্টর ফিউচার স্টুডেন্টস পিটার হ্যারিস, টিএনই কোয়ালিটি ম্যানেজার ড. ক্রিস এলবাদাউই, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অলিভিয়া বার্নস উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট (বেরি)-র পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. আরিফ জোবায়ের। এই সভায় পিইউসি–ইউটিএস প্রোগ্রামের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যতে এই প্রোগ্রামের সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখানে উল্লেখ্য, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়া ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে ইতোমধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই যৌথ প্রোগ্রাম চালু রয়েছে। এই যৌথ প্রোগ্রামে একজন শিক্ষার্থী ভর্তি হয়ে এক বছর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যয়নের পর বাকি সেমিস্টারগুলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়াতে সম্পন্ন করে ইউটিএস থেকে ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে।
মতবিনিময় সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, ইউটিএস, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই যৌথ শিক্ষাকার্যক্রম বাংলাদেশের জন্য এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য একটি উপযুক্ত জ্ঞানভিত্তিক প্রোগ্রাম, যেখানে কেবলমাত্র জ্ঞানের বিনিময়ই হবে না, জ্ঞান সৃষ্টিও হবে। এর ফলে যেসব শিক্ষার্থী এই প্রোগ্রামের অধীনে জ্ঞান আহরণ করবে, তা তাদের জন্য অত্যন্ত মূল্যবান অর্জন হবে। উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়া পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন এই ইউনিভার্সিটির গ্লোবাল নেটওয়ার্কস কোঅর্ডিনেটর এফইআইটি আমান্ডা গুসেভস্কা ও ডিরেক্টর অব টিএন্ডএল অ্যানগেজমেন্ট এফইআইটি স্যাম ফার্গুসন। প্রেস বিজ্ঞপ্তি।