প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ইউএস অ্যামবেসি স্বীকৃত প্রতিষ্ঠান ইংলিশ প্রফিসিয়েন্সি সেন্টার (এলপিসি) এর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ভিত্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউএস অ্যামবেসির এক্সেস প্রোগ্রাম পরিচালনা করা হবে। প্রোগ্রামটি আমেরিকান অ্যাম্বেসি অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের জন্য বিশেষভাবে তৈরি করেছে। এই চুক্তির মাধ্যমে আমেরিকান সরকারের দুটি গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান অর্থাৎ আমেরিকান কর্নার ও এডুকেশন ইউএস–এর সঙ্গে আমেরিকান সরকারের আরও একটি হাইভেল্যুড প্রোগ্রাম যুক্ত হল।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে গত শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, এলপিসির চেয়ারম্যান জাভেদ হায়দার করিম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান। প্রেস বিজ্ঞপ্তি।