প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির আইন বিভাগের এলএল.এম. ৪০তম ব্যাচের (সেশন: ফল ২০২৫) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় এই অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৫০ জন নতুন আইন স্নাতককে মর্যাদাপূর্ণ এক বছরের মাস্টার্স প্রোগ্রামে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন অধ্যাপক মো. মোরশেদ মাহমুদ খান। আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চতর আইন শিক্ষার রূপান্তরমূলক শক্তিকে গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, আইন শিক্ষা কেবল আইন জানা নয়; এটি ন্যায় প্রতিষ্ঠা, অধিকার রক্ষা এবং সমাজকে সমতা ও ন্যায্যতার পথে এগিয়ে নেওয়ার বিষয়। এই এলএল.এম. প্রোগ্রাম তোমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করবে, বিশ্লেষণী দক্ষতা শাণিত করবে এবং তোমাদেরকে আগামী দিনের আইনচিন্তক ও নেতৃত্বে পরিণত হওয়ার জন্য প্রস্তুত করবে। আমি প্রত্যাশা করি, তোমরা এই যাত্রায় নিষ্ঠা, সাহস এবং সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাবে।
বিশেষ অতিথি অধ্যাপক মো. মোরশেদ মাহমুদ খান তাঁর বক্তব্যে দেশে ন্যায়বিচার ব্যবস্থার বিকাশে স্নাতকোত্তর আইন শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি এলএল.এম. ডিগ্রি কেবল একটি একাডেমিক অর্জন নয়; এটি গবেষণা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও বিশেষায়িত জ্ঞানের একটি প্ল্যাটফর্ম। এই ডিগ্রি নিয়ে ভবিষ্যতে তোমরা আইনজীবী, শিক্ষক বা নীতিনির্ধারক হিসেবে কাজ করতে পারবে। তোমাদের ভূমিকা বাংলাদেশের আইন কাঠামোকে শক্তিশালী করবে এবং তা বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। ইভটিজিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন কমিটির চেয়ারম্যান ড. মেহের নিগার তাঁর বক্তব্যে শৃঙ্খলা, নৈতিক আচরণ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক একাডেমিক পরিবেশের মূল্যবোধের ওপর জোর দেন। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে হারুন উর রশিদ, পুষ্পিতা চৌধুরী, মাফরুহা মাহজাবিন খান এবং জান্নাতুল ফেরদৌস তাদের অনুভূতি ও আগামীর প্রত্যাশা তুলে ধরেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও এলএল.এম. (ব্যাচ ৪০)-এর উপদেষ্টা হিল্লোল সাহা। আইন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।