প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিএসএস (অনার্স) ৪০তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক বদরুল হসান আউয়াল। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ও সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ তাঁর উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন। উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির বলেন, অর্থনীতি কী এবং বিষয়টি কীভাবে জনজীবনের প্রতিটি ঘটনার সাথে জড়িয়ে আছে সেই বিষয়ে আলোকপাত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন নবীন ছাত্রছাত্রীদের মধ্য থেকেই একদিন আমরা দেশবরেণ্য অর্থনীতিবিদ পাব। বক্তব্য দেন, সহকারী অধ্যাপক উম্মে সালমা। অতিথি ছিলেন লাইব্রেরিয়ান মোহাম্মদ কাউসার আলম এবং অ্যাসিস্ট্যান্ট এঙাম কন্ট্রোলার ইয়াকুব আলী। সহকারী অধ্যাপক এবং ৪০তম ব্যাচের অ্যাডভাইজার সুদীপ দে একাডেমিক গাইড লাইন সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অর্থনীতি বিভাগের ক্লাব প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকনোমিস্ট ফোরাম (পিইউইএফ)-এর কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক বদরুল হাসান আউয়াল সমাপনী বক্তব্য দেন। ৪০তম ব্যাচের নবীন শিক্ষার্থী এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা, প্রভাষক ইফতেখার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল করিম সাহিত্যবিশারদ ও তাঁর জ্ঞানগর্ভ অভিভাষণ
পরবর্তী নিবন্ধপর্যটন শিল্পের বিকাশে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে