প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটসভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন অনলাইনে অংশগ্রহণ করেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মিনহাজ হোসাইন, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ এবং রেজিস্ট্রার ও সদস্য সচিব মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। এছাড়া, সরকারের যুগ্মসচিব আহমেদ শিবলী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন অনলাইনে সভায় অংশ নেন। সিন্ডিকেট সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী অবহিত করা হয়। শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা, গবেষণা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি সদস্য কারাগারে
পরবর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেল কলেজে প্রথমবারের মতো আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ৪ ডিসেম্বর