প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৫৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ইন্টারসেমিস্টার স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দু’দিনের (২০২১ আগস্ট) এই টুর্নামেন্ট উদ্বোধন করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

টুর্নামেন্টের প্রথম দিনে ইংরেজি বিভাগের ছাত্রীদের মধ্যে লুডু, ক্যারাম ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে আজ ২১ আগস্ট চান্দগাঁও এলাকার ফরচুন স্পোর্টস এরেনায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্রদের ফুটবল খেলা ও ছাত্রীদের পেনাল্টি কিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের এডভাইজার ড. আবদুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, স্পোর্টস কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক সুমিত চৌধুরী, সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আকতার, প্রভাষক মু. মেহেদী রহমান ও অন্যান্য শিক্ষকশিক্ষিকাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার্স প্যানেলে সাথিরা জেসি
পরবর্তী নিবন্ধজাতীয় টিম স্নুকার টুর্নামেন্টের ৭ম দিনের খেলার ফল