প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগে বিএ ইন ইংলিশ প্রোগ্রামের ফল–২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় সবসময়ই ছাত্র–ছাত্রীদের জন্য একটি উৎকৃষ্ট শিক্ষার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে। এই ভর্তি পরীক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত মানের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করছে। আমরা নিশ্চিত যে, নতুন শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে এখানে তাদের সঠিক জায়গা পাবে।তিনি আরও বলেন, ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা–কর্মচারীদের সুনির্দিষ্ট ব্যবস্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ এবং মনোযোগী মনোভাব ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সফলভাবে পরীক্ষা দিতে সহায়তা করেছে। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গাজী শাহাদাত হোসেন, ড. আবদুর রহিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।