প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইইই বিভাগে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ফল–২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সর্বদা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, উৎসাহব্যঞ্জক ও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু শিক্ষাদান নয়, বরং প্রতিভাবান তরুণদের সঠিক মূল্যায়ন করে তাদের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। আমি পরীক্ষার্থীদের সকলকে অভিনন্দন জানাই যারা কঠোর পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে এই পরীক্ষায় অংশ নিয়েছেন।পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক সামিনা আলম ও কল্লোল দে, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, রাহুল চৌধুরী, সৌমেন দত্ত, আবির ধর, জয়নাব বিনতে আহমদ।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক অভিভাবককেও পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রেস বিজ্ঞপ্তি।