প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিল্পকলা বিষয়ে সেমিনার

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আমেরিকান অ্যামবেসির প্রতিনিধি দল এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীদের নিয়ে সম্প্রতি শিল্পকলা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে সেমিনারে শিল্পকলার উপরে প্রবন্ধ পাঠ করেন আমেরিকান চিত্রশিল্পী ভাষা চক্রবর্তী।

আমেরিকান অ্যামবেসির ডেপুটি স্পোক পার্সন ব্রায়ান শিলার বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সাংস্কৃতিক ও শিল্পকর্মের মেলবন্ধন নিয়ে আলোচনা করেন। সেমিনার শেষে ভাষা চক্রবর্তীসহ ইউএস অ্যামবেসির প্রতিনিধি দল প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ধর্মবর্ণের মানুুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ
পরবর্তী নিবন্ধপাহাড়তলী কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নওফেল