প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদন

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৩২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও সিন্ডিকেটসভাপতি প্রফেসর ড. অনুপম সেন। সভার সঙ্গে সিন্ডিকেটসদস্য হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী, প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কাজী মনিরুল ইসলাম।

সভায় বিগত ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে অর্থ কমিটির সভায় অনুমোদিত প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০২০২১ অর্থ বছরের বাজেট সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হয়। সিন্ডিকেট সভায় প্রস্তাবিত বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। সেই আলোচনায় গবেষণাকে প্রাধান্য দিয়ে গবেষণার জন্য বড় অংকের অর্থ মঞ্জুর করা হয়। তাছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষার উপকরণ হিসেবে বই, জার্নাল ও ল্যাবসামগ্রীর জন্যেও বড় অংকের অর্থ অনুমোদিত হয়। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলী পরিচালনা প্রসঙ্গে সিন্ডিকেটসদস্যদের অবহিত করা হয় যে, অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে অনেক ক্লাস পরিচালনা করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে কোন কোন বিষয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করা হয়েছে। কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা শেষ করা হয়েছে। অনতিবিলম্বে সেমিস্টার ফাইনাল পরীক্ষাও শুরু হবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় খুললে রেগুলার ক্লাসে সামাজিক দূরত্ব রক্ষার ব্যবস্থা গ্রহণের এবং যারা অসুস্থতা বা অন্যান্য কারণে সরাসরি ক্লাসে যোগদান করতে পারবে না, তারা যাতে অনলাইনে ক্লাসে যুক্ত হতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেসব ল্যাবরেটরি ক্লাস এখন নেয়া সম্ভব হয়নি, সেগুলো তখনই ইউজিসির নির্দেশনা অনুসারে গ্রহণ করা হবে এবং পরীক্ষা নেয়া হবে।

সভায় সিন্ডিকেটসদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং ব্যবসাশিক্ষা অনুষদের সহকারী ডিন অ্যাসোসিয়েট প্রফেসর এম. মঈনুল হক। সদস্য সচিব হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমানও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের শরিয়াহ বোর্ডের সদস্য ড. কাজী হারুন উর রশীদ