প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গত সোমবার এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। ‘পাথ টু দ্যা সেন্ট্রাল লাইব্রেরি : এক্সপ্লোয়িং ই-রিসোর্সেস ফর ম্যাথমেটিক্স’ শীর্ষক এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-গ্রন্থাগারিক মো. কাউসার আলম।
কাউসার আলম নানান তথ্য উপাত্তের মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি লাইব্রেরির সামগ্রিক অবস্থা উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির বিশ্ব। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে গ্রন্থাগারসমূহের ধারণা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
মানবজ্ঞানকে সহজলভ্য করতে ডিজিটাল লাইব্রেরির বিকল্প নেই। বিভাগের সহকারী অধ্যাপক শাহরীনা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক রাজীব কর্মকারের সঞ্চালনায় এই প্রশিক্ষণ কর্মশালায় বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।