প্রিমিয়ার ইউনিভাার্সিটি তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী দিবস সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে ইইই বিভাগের বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের স্প্রিং ২০২২ সেশনের ৭৮টি প্রজেক্ট ও ৪৫টি পোস্টার উপস্থাপন করে। যা বিভিন্ন ল্যাবরেটরি কোর্সের অংশ ছিল। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক আকরামুল হক, সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক সুজন চৌধুরী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভাগের ৬ষ্ট সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্যে রোবট রেইস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৯টি দল অংশগ্রহণ করে। মোবাইল কনট্রোল এই আরসি রোবটগুলো অনেকটা ফরমুলা ১ রেইসের আদলে তৈরি করা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ প্রকৌশলী হতে হলে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক কাজে পারদর্শী হতে হবে। বিশেষ করে প্রকৌশল বিদ্যার ছাত্রছাত্রীদের সবসময় নানা ধরনের উদ্ভাবনী কাজ করতে হয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই প্রদর্শনী ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, গণিত বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নুর, ইইই বিভাগের সহকারী অধ্যাপক সামিনা আলম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক সরিৎ ধর প্রমুখ। শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।