প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ইংরেজি বিভাগের মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের নেতৃত্বে এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সাহিত্য সেমিনার। প্রভাষক জয়নব তাবাসসুম বানু সোনালীর সঞ্চালনায় সেমিনারে সহকারী অধ্যাপক কোহিনূর আক্তার তার ভাষাভিত্তিক গবেষণা পত্র ‘কন্সট্রাক্টিং সাস্টেইনাবিলিটি অর লেট দেম ডু ইট’ এবং সহকারী অধ্যাপক গাজী শাহাদাত হোসাইন তার সাহিত্যভিত্তিক গবেষণা পত্র ‘খালেদ হোসেনিস আ থাউজেন্ড স্প্ল্লেন্ডিড সানস : আ ফেমিনিস্ট ইন্টারপ্রিটেশন’ উপস্থাপন করেছেন। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি ২০২২ থেকে আরও কিছু গবেষণা পত্র উপস্থাপন করবেন বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিভাগের শিক্ষকদের গবেষণামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার তাগিদে অনুষ্ঠিতব্য সাহিত্য সেমিনারগুলোতে সাহিত্যানুরাগীদের আমন্ত্রণ জানাচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। প্রেস বিজ্ঞপ্তি।