প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী গলিস্থ ক্যাম্পাসে অর্থনীতি বিভাগে ‘গল্পে গল্পে বিতর্ক এবং পিইউডিএসকে জানি’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। গতকাল সোমবার দুুপুর ১২টায় আয়োজিত এই কর্মশালা পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিন সাঈদ, যুগ্ম সম্পাদক ইমু বড়ুয়া এবং সহ-বিতর্ক সম্পাদক আমির আবদুল্লাহ। অর্থনীতি বিভাগের শিক্ষক ও পিইউডিএসর মডারেটর ফারিয়া হোসেন বর্ষার সঞ্চালনায় এই কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ছিলেন বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী। তিনি বিতর্ক শেখার জন্য কর্মশালাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, যুক্তিই হলো তর্কের ভিত্তি। যুক্তির মাধ্যমে বিতর্ক করে অজস্র সমস্যার সমাধান খুঁজে বের করা যায়। প্রেস বিজ্ঞপ্তি।