প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গত বৃহস্পতিবার দিনব্যাপী এক উৎসবমুখর পরিবেশে ‘ড্রামা ফেস্ট ফল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ‘ফ্রম পেজ টু স্টেজ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হয় এই উৎসব। একাডেমিক কোর্সওয়ার্কের অংশ হিসেবে আয়োজিত এই নাট্য উৎসবে শিক্ষার্থীরা বিশ্বসাহিত্যের কালজয়ী সব নাটক মঞ্চস্থ করেন। প্রদর্শিত নাটকগুলোর মধ্যে ছিল উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য মার্চেন্ট অফ ভেনিস’ (এর দুটি পৃথক দৃশ্যায়ন– কাস্কেট সিন ও ট্রায়াল সিন) ও ‘আ মিডসামার নাইটস ড্রিম’, জর্জ বার্নার্ড শ–এর ‘আর্মস অ্যান্ড দ্য ম্যান’ (দ্বিতীয় অঙ্ক), এডমন্ড রোস্ট্যান্ডের ‘দ্য রোমান্সার্স’ এবং ফ্রিৎজ কারিন্থির ব্যঙ্গাত্মক নাটক ‘দ্য রিফান্ড’।
উৎসবের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। পুরো আয়োজনটি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দাশের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও একাগ্রতার প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নাটকগুলো মঞ্চস্থ হয় এবং দর্শকদের করতালিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।











