ঢাকা প্রিমিয়ার লিগের গতকাল লেজেন্ডস অব রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি একেবারে শেষ দিকে এসে বৃষ্টির কারনে পণ্ড হয়ে যায়। তবে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে হেরে যায় ব্রদার্স ইউনিয়ন। লেজেন্ডস অব রূপগঞ্জ জয় পায় ১০ রানে। প্রকৃতির বাগড়ায় শেষ হওয়া ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেন লেজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্রাদার্সকে ১০ রানে হারায় রূপগঞ্জ। সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়ের পঞ্চাশছোঁয়া ইনিংসে ২৭৭ রান করে তারকায় ঠাসা দলটি। জবাবে ব্রাদার্স ৪৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান করার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। ডিএলএস পদ্ধতিতে নিষ্পত্তি হওয়া ম্যাচে জয় পান সৌম্য–শরিফুলরা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হিসেবে সুপার লিগের টিকেট পেল রূপগঞ্জ। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ব্রাদার্স।
পরে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়ন শুরুতেই শরিফুলের তোপে পড়ে । নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে বিশাল চৌধুরী ও মিজানুরকে রহমানকে ফেরান দুদিন আগে টেস্ট দল থেকে জায়গা হারানো এই পেসার। পরের স্পেলে ফিরে উইকেটে থিতু হওয়া আইচ মোল্লাকেও আউট করেন শরিফুল। শেষ পর্যন্ত চমৎকার বোলিংয়ে ৪০ রানে ৬ উইকেট নেন শরিফুল। ৮৮ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।
এদিকে আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন সোহান। চমৎকার ব্যাটিংয়ে ৯৫ বলে ৯৭ রানের ইনিংস খেলেন ধানমন্ডি অধিনায়ক। এছাড়া ঝড়ো ফিফটি করেন ইয়াসির আলি চৌধুরি। ১০ ম্যাচে ধানমন্ডির এটি চতুর্থ জয়। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় রূপগঞ্জ টাইগার্স। এদিকে পারিশ্রমিক জটিলতায় বেশিরভাগ ক্রিকেটার ম্যাচ বয়কটের ডাক দিলেও শেষ পর্যন্ত খেলতে নামে পারটেঙ স্পোর্টিং ক্লাব। তবে বদলায়নি তাদের ভাগ্য। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লড়াই করতেই পারেনি তারা। বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্সকে ১৭০ রানে হারিয়েছে গাজী গ্রুপ।