প্রিমিয়ার ভার্সিটির পাবলিক হেলথ বিভাগের ফ্রি হেলথ ক্যাম্প

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৯ অপরাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে সম্প্রতি ফটিকছড়ির পাইনদং ইউনিয়নের বন্যার্তদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে একটি মেডিকেল টিম। বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহেদুল ইসলামের নেতৃত্বে এবং সঞ্চালনায় প্রোগ্রামটি পরিচালিত ও সাফল্যমণ্ডিত হয়। পাইনদং ইউনিয়নে বন্যা পরবর্তী বিভিন্ন রোগে অনেক মানুষ যখন কাতর ছিল, তখন বিভাগটির উদ্যোগে ডাক্তার, নার্স, অপটিমেট্রিস্ট ফার্মাসিস্ট, স্বেচ্ছাসেবী ওখানে পৌঁছেন। পাইনদং ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং ক্লাশরুমসমূহকে তাঁরা প্রায় হাসপাতালে পরিণত করে বন্যার্তদের সেবায় কাজে লাগিয়েছেন। বিভিন্ন সেগমেন্টে ডাক্তারদের বুথ বসিয়ে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছেন। এতে প্রায় ১০০০ নারীপুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফটিকছড়ি উপজেলার ইউএনও, পাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ এবং ফটিকছড়ি উপজেলার হেলথ কমপ্লেক্সের প্রধান ড. আরেফিন সিদ্দীকি সার্বিক সহযোগিতা করেন।

মেডিকেল টিমে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এঙ প্রিন্সিপাল প্রফেসর ড. ইমরান বিন ইউনুস ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর ড. অং সুই প্রু মারমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ