প্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগের সাহিত্য সেমিনার

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৯:৪০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের আয়োজনে বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে মাসিক সাহিত্য সেমিনার গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রভাষক মু. মেহেদী রহমানের সঞ্চালনায় সেমিনারে দুইটি প্রবন্ধ উপস্থাপন হয়। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম পাঠ করেন গবেষণাপত্র ‘ডাজ মানি টক ইন শেক্সপিয়ার?’ সহযোগী অধ্যাপক চৌধুরী রুমানা উপস্থাপন করেন ‘দ্য ইনসিসেন্ট বিউটি অফ কালিদাস’স মেঘদূত থ্রু দ্যা লেন্স অফ এমার্সন’স ফিলসফি অফ নেচার’। প্রবন্ধ দুটিতে পশ্চিমা সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোলায়মান চৌধুরী ও সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আক্তার। আলোচকবৃন্দ গবেষণাপত্র দুটোর বিভিন্ন দিক বিশ্লেষণ করে তাঁদের একাডেমিক মতামত গুরুত্বসহকারে তুলে ধরেন। সভাপতি সাদাত জামান খান তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার প্রতি অনুপ্রাণিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটি ও ইন্ডিপেনডেন্ট এপারেলসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া অগ্রহণযোগ্য : পিসিবি প্রধান