প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের থিম ছিল ‘ম্যাথমেটিক্স, আর্টস এন্ড ক্রিয়েটিভিটি’। বিভাগের কো–অর্ডিনেটর সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, আজকের বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব। আজকের বিশ্বের ভিত্তি গণিতের উপর। মানুষের ভেতরে অসীম শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। সেই শক্তিকে জাগ্রত করে যাবতীয় বাধাকে অতিক্রম করে সাফল্য অর্জন করতে হয়। গণিতের মতো জটিল ও কঠিন বিষয় অধ্যয়নে শিক্ষার্থীদের এই কথা মনে রাখতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজন মাফিক কাজ করে কখনো বড় হওয়া যায় না। বড় হতে হলে প্রয়োজনের অতিরিক্ত কাজ অবশ্যই করতে হবে।
জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ভাষার প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন রয়েছে গণিতেরও। তিনি গণিতকে বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা উল্লেখ করে বলেন, গণিত ব্যবহার করে আমাদের আশপাশের সবকিছুকে ব্যাখ্যা করা যায়। তিনি বেসিক সায়েন্সের বিষয়গুলো কীভাবে বিস্তার করা যায়, সে ব্যাপারেও কথা বলেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গত একবছরে গণিত বিভাগ আয়োজিত সকল ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। এর আগে গণিত বিভাগের একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন, সহকারী অধ্যাপক মামুন–অর–রশিদ, প্রভাষক মো. মাহবুবুর রহমান, সুমাইয়া ইয়াসমিন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।