প্রিমিয়ার ভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজ এমওইউর চুক্তি স্বাক্ষর

| শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের এমওইউর একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, আলিয়ঁস ফ্রঁসেজের পক্ষ থেকে ডিরেক্টর ব্রুনো লাক্রাম্প ও শিক্ষক পলাশ চক্রবর্তী অংশগ্রহণ করেন।

এই চুক্তির অধীনে প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য ইউনিভার্সিটিতে আলিয়ঁস ফ্রঁসেজ ফরাসী ভাষা কোর্স পরিচালনা করবে। এই কোর্সের একটি সেমিস্টার ছাত্রছাত্রীরা আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসী ভাষা শিক্ষার ক্ষেত্রে ওয়েভার হিসেবে পাবে। তারা আলিয়ঁস ফ্রঁসেজের লাইব্রেরি সুবিধাও প্রাপ্ত হবে। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য কালচারাল প্রোগ্রাম ও অন্যান্য অনুষ্ঠান ও পরিচালনা করা হবে। চুক্তিতে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এবং আলিয়ঁস ফ্রঁসেজের ডিরেক্টর ব্রুনো লাক্রাম্প স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনয়ারহাট এলাকায় ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছিল ৭ নভেম্বর