চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের প্রফেসর ও চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এসএম নছরুল কদির। গতকাল মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
এছাড়া এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়–১) সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. এসএম নছরুল কদির, প্রফেসর, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম–কে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের ভাইস–চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হল– ভাইস–চ্যান্সেলর পদে তিনি নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
চসিক মেয়র জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও গুণগতমানসম্পন্ন করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, প্রফেসর এসএম নছরুল কদির জন্মগ্রহণ করেন চট্টগ্রামের বাকলিয়ায়। তিনি বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি এবং সরকারি কমার্স কলেজ থেকে ১৯৮২ সালে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫–৮৬ শিক্ষাবর্ষে বি.কম এবং এরপর এম.কম ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে এমবিএ করেন যুক্তরাজ্য থেকে। প্রায় ৩০ বছর ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফাইন্যান্স বিভাগে শিক্ষকতা করছেন এবং ফাইন্যান্স বিষয়ে গবেষণায় অবদান রেখে আসছেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যাক্ষের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স বিভাগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন।
অনুভূতি জানিয়ে প্রফেসর এসএম নছরুল কদির আজাদীকে বলেন, আল্লাহ আমাকে একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন এজন্য আমার ভালো লাগছে। আমি চেষ্টা করবো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় যেন তার হারানো ঐতিহ্য ফিরে পায়। একটি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তোলার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো সৎ ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করে যেতে। আমি বিশ্ববিদ্যালয়ে যে ৩০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করেছি; সেটা এখানে কাজে লাগানোর চেষ্টা করবো। সর্বোপরি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় যেন নিয়ে যেতে পারি সেই চেষ্টা থাকবে। এজন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।