প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদিরের সঙ্গে এডুকেশন ইউএসএ প্রতিনিধিদলের মতবিনিময় সভা গত মঙ্গলবার ভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এডুকেশন ইউএসএ প্রতিনিধিদলে ছিলেন পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট জনাথন গোমেজ ও এডুকেশন আউটরিচ কো–অর্ডিনেটর রিফাত স্বপ্নিল।
উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডাইরেক্টর সাদাত জামান খান। সভায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ–সুবিধা, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্ভাবনা, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য এডুকেশন ইউএসএ–র ভূমিকার প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এর সম্ভাবনাময় অবদানের কথা তুলে ধরেন।
এছাড়া উভয় পক্ষ থেকে ভবিষ্যতে যৌথ কর্মশালা, সেমিনার এবং শিক্ষা ও পরামর্শমূলক সেবা পরিচালনার মাধ্যমে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।