প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসির সাথে শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাৎ

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।

গত বুধবার বেলা সাড়ে ১২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে সাক্ষাৎ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ এ সময় উপাচার্যের নেতৃত্বে প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম সারাবিশ্বে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির মর্যাদা অক্ষুণ্ন রাখা ও তার অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক (চট্টগ্রাম) জাহিদুল করিম কচি। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হক, সদস্য সচিব মকসুদুল ইসলাম, যুগ্মআহ্বায়ক আজাদ হোসেন, আলী হায়দার, যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক, মো. কপিল এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চট্টগ্রাম জেলার আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্মআহ্বায়ক পারভিন সুলতানা, জাহেদ ইকবাল ও যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধ‘রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা দুর্যোগে মানবসেবায় সক্রিয় ভূমিকা পালন করে’