প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে অধ্যাপক নছরুল কদিরের যোগ দান

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে গতকাল বুধবার যোগদান করেছেন অধ্যাপক এস এম নছরুল কদির। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়) সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছেরাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ () অনুযায়ী এস. এম. নছরুল কদির, প্রফেসর, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামকে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের ভাইসচ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।

প্রফেসর এস. এম. নছরুল কদির জন্মগ্রহণ করেন চট্টগ্রামের বাকলিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি, সরকারি কমার্স কলেজ থেকে ১৯৮২ সালে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫৮৬ শিক্ষাবর্ষে বি.কম (অনার্স), এরপর এম.কম ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে এমবিএ করেন যুক্তরাজ্য থেকে। প্রায় ৩০ বছর ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফাইন্যান্স বিভাগে শিক্ষকতা করেছেন এবং ফাইন্যান্স বিষয়ে গবেষণায় অবদান রেখে আসছেন। তাঁর রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যাক্ষের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পালন করছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপাসগোলা ইপিআই জোনের সান্ধ্যকালীন সেশন
পরবর্তী নিবন্ধবিচিত্রা সেনের গল্পে বৈচিত্র্য আছে, গল্প বলার শৈলীও সুন্দর