প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে সমপ্রতি ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনকালে তিনি বলেন, অনেক ক্রীড়া রয়েছে শরীর রক্ষায় যেগুলো ভূমিকা না রাখলেও মানসিক স্বাস্থ্য রক্ষায় দারুণ ভূমিকা রাখে। ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’–এর ক্রীড়াগুলো সেরকম। শিক্ষার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস হিসেবেও এ ধরনের ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন গেমিং প্রজেক্টও উক্ত জোনে স্থান পায় ও শোভা বর্ধন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ। অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।