প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ফিমেল কমনরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার, উদ্বোধন করেন চসিক মেয়র ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী ও ফিমেল কমনরুম বিষয়ক কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনকালে মেয়র বলেন, নারী শিক্ষার্থী যারা আছেন তাদের দৈনন্দিন অন্যান্য স্বাভাবিক কার্যকলাপের পাশাপাশি শুধুমাত্র নারীদের উপস্থিতি থাকবে এমন জায়গায়ও কিছু সময় অতিবাহিত করা জরুরি। এই দৃষ্টিকোণ থেকে ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম খুবই প্রয়োজনীয়। আজকে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ভবনে যে–কমনরুম উদ্বোধন করলাম, তার পরিসর ভবিষ্যতে আর বৃদ্ধি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।