প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন করলেন মেয়র

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন এটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার স্থাপন ও পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো: জাহেদুল ইসলাম।

পাবলিক হেলথ বিভাগের সহযোগিতায় স্থাপিত এই মেডিকেল সেন্টার উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। এই মেডিকেল সেন্টার প্রিমিয়ার ইউনিভার্সিটির সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেডিকেল সেন্টারে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের শিক্ষকশিক্ষিকাগণ ও আমাদের সকল কর্মকর্তাকর্মচারীগণও প্রাথমিক চিকিৎসা সেবা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার স্থাপন ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ইউনিভার্সিটির শিক্ষকশিক্ষিকা ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনহরা ইউনিয়ন এলডিপির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা