প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং আইকিউএসি–র সার্বিক সহযোগিতায় “Demonstrating Program Outcome Culmination in the Curriculum Design through Open-ended Labs and Capstone Projects” শিরোনামে একটি ওয়ার্কশপ গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি পরিচালনা করেন সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মোঃ আসিফ ইকবাল।
ওয়ার্কশপের মূল বিষয়বস্তু ছিল ওপেন–এন্ডেড ল্যাব এবং ক্যাপস্টোন প্রোজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রোগ্রাম আউটকাম বা শিক্ষাগত ফলাফল মূল্যায়নের কার্যকরী কৌশলগুলো নিয়ে আলোচনা। প্রফেসর ড. সাহীদ মোঃ আসিফ ইকবাল শিক্ষকদের শিক্ষাক্রম পরিকল্পনায় ওপেন–এন্ডেড ল্যাব ও ক্যাপস্টোন প্রোজেক্ট কীভাবে ব্যবহার করা যেতে পারে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা কীভাবে মূল্যায়ন করা যায়, সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রোগ্রাম আউটকাম নিশ্চিত করার ক্ষেত্রে এগুলোর ভূমিকা ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলোও তিনি বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, BAETE (Board of Accreditation for Engineering and Technical Education) accreditation অর্জনের ক্ষেত্রে program outcome culmination বা প্রোগ্রাম আউটকাম মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রোগ্রাম আউটকাম মূলত শিক্ষার্থীদের সেই নির্দিষ্ট দক্ষতাগুলো প্রকাশ করে, যা অর্জনের জন্য একটি প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। এটি নিশ্চিত করে যে, শিক্ষার্থীরা কেবল জ্ঞান ও তত্ত্ব শিখছে না, বরং তারা ব্যবহারিক দক্ষতা, সমস্যার সমাধান ক্ষমতা ও প্রফেশনাল দায়িত্বশীলতা অর্জন করছে। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের জন্য ওপেন–এন্ডেড ল্যাব ও প্রকল্প ভিত্তিক শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি শিক্ষকদের এ ধরনের কার্যক্রমে আরও উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই ওয়ার্কশপে সিএসই বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।