প্রিন্স ফিলিপের স্মরণে ব্রিটেন জুড়ে তোপধ্বনি

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

প্রিন্স ফিলিপের সম্মানে গতকাল শনিবার ব্রিটেনের বিভিন্ন জায়গায়, জিব্রালটারে এবং সমুদ্রে রণতরী থেকে তোপধ্বনি করা হয়। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবরা ৯৯ বছর বয়সে শুক্রবার উইন্ডসর প্রাসাদে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রিটিশ সময় দুপুর বারোটা থেকে লন্ডন, স্কটল্যান্ডের এডিনবারা, ওয়েলসের কার্ডিফ এবং আয়ার্ল্যান্ডের বেলফাস্ট থেকে প্রতি মিনিটে এক রাউন্ড করে ৪১বার তোপধ্বনি করা হয় বলে জানায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এধরনের সম্মানসূচক তোপধ্বনি এর আগে করা হয়েছিল ১৯০১ সালে রানি ভিক্টোরিয়ার সম্মানে এবং ১৯৬৫ সালে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুর পর তাঁর স্মরণে। প্রিন্স ফিলিপের শেষকৃত্য হবে উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলে, তবে কবে সেটা হবে সেই তারিখ গতকাল এ রিপোর্ট লেখার সময়ও জানানো হয়নি।তবে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টি হবে না এবং সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ শায়িত রাখা হবে না। খবরে বলা হয়েছে প্রিন্স ফিলিপ অনুরোধ করে গেছেন যে তাঁর শেষকৃত্য যেন আড়ম্বর সহকারে না করা হয় এবং জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ যেন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা না হয়।- বিবিসি বাংলা

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিন নিয়ে বিভাজন
পরবর্তী নিবন্ধউর্বশীর হীরার মাস্ক!