প্রিজন ভ্যান থেকে পালানো আসামিকে অস্ত্র ও গুলিসহ আটক করতে সক্ষম হয়েছে উখিয়া থানা পুলিশ। পালিয়ে গিয়ে প্রায় এক মাস সময় আত্মগোপনে থেকেও রেহাই পেল না রোহিঙ্গা সন্ত্রাসী মজিয়া।
জানা গেছে, গত ২১ অক্টোবর বিকেলে প্রিজন ভ্যানে করে ১২ জন আসামিকে উখিয়া থানা থেকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হচ্ছিলো। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চায়। এসময় তালা খুলে দায়িত্বরত পুলিশের এক সদস্য পলিথিন দিতে গেলে সেই সুযোগে ওই আসামি প্রিজন ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই সময়ে আসামির নিরাপত্তায় নিয়োজিত পাঁচ পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার দায়ে ক্লোজড করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম শুক্রবার দিবাগত রাত ১ টা হতে গতকাল শনিবার সকাল সাড়ে ৭ টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে
পুলিশের প্রিজন ভ্যান হতে পালিয়ে আত্মগোপনে থাকা মজিবুল আলম প্রকাশ মজিয়া (২৮) কে উখিয়া টিভি টাওয়ার এলাকা হতে আটক করা হয়েছে।
ওসি জানান, উখিয়া থানার অস্ত্র মামলার পলাতক আসামি রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী উখিয়ার কুতুপালং ২/ওয়েস্ট ক্যাম্পের দীন মোহাম্মদের ছেলে মজিয়াকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।