প্রিগোজিনের খবরে বিস্মিত নন বাইডেন

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

রুশ মার্সেনারি দল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিধ্বস্ত ওই বিমানের দশ আরোহীর সবাই মারা গেছেন বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ওই ফ্লাইটের যাত্রী তালিকায় ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নামও ছিল। বাইডেন বলেছেন, গত জুনে মস্কোর বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের পর এ দলটি যে রুশ নিশানায় থাকবে, তা তিনি আগেই ধারণা করেছিলেন, সে কারণে তিনি অবাক হননি। খবর বিডিনিউজের।

সিএনএনএর কেভিন লিপটাককে বাইডনে বলেন, আপনার হয়ত মনে থাকবে, আগেও আমাকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গত জুলাই মাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেছিলেন, ব্যর্থ বিদ্রোহের পরে প্রিগোজিনের এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধএ প্লাস একাডেমির জয়ে শেষ প্রথম পর্ব
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৮১ কোটি টাকা