যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্বনেতাদের অনেকেই তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভেতরেও তাকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা যাচ্ছে।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। এর মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ার ঘটনা একদিকে যেমন নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে, তেমনি আবার মার্কিন সংবিধানের নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনাও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু বা অভিষেকের আগে নির্বাচিত প্রেসিডেন্টের মৃত্যু হলে বা প্রার্থী অক্ষম হয়ে পড়লে কী ঘটবে- উঠছে এ প্রশ্ন। এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের আইন এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান দল তা কীভাবে সামলাবে, মার্কিন ভোটারদের মধ্যে এ নিয়েও ব্যাপক কৌতুহল দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলোচনায় আসছে নির্বাচন পেছানো কিংবা স্থগিত রাখার সম্ভাবনাও। দেশটিতে আসন্ন ৩ নভেম্বরের নির্বাচন কি স্থগিত করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কিছু ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের সংবিধান কংগ্রেসকে নির্বাচনের তারিখ ঠিক করার এখতিয়ার দিয়েছে। দেশটির আইন অনুযায়ী, চার বছর পরপর নভেম্বরের প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন নির্ধারণের বিধান রয়েছে।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামা ট্রাম্প অসুস্থ হওয়ার পর এখন নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার কোনো প্রস্তাব এলে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তাতে আপত্তি জানাবে বলেই ধারণা করা হচ্ছে। রিপাবলিকানদের হাতে থাকা সিনেটে প্রস্তাবটি হয়তো সহজেই পাস হয়ে যাবে, কিন্তু আটকে যাবে প্রতিনিধি পরিষদে। কংগ্রেসের দুই কক্ষের এই দড়ি টানাটাটি যুক্তরাষ্ট্রকে সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনোই প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়নি। কোনো প্রার্থী যদি নির্বাচনের আগে মারা যান, সেক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটি তাদের সদস্যদের প্রতি বদলি প্রার্থী ঠিক করার আহ্বান জানাতে পারবে। অবশ্য এবারের নির্বাচনের আগে এখন হাতে যেটুকু সময় আছে, তাতে প্রার্থী বদলানো প্রায় অসম্ভব। আগাম ভোট শুরু হয়ে গেছে। এরই মধ্যে প্রায় ২২ লাখ ভোটার তাদের রায়ও জানিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনস প্রজেক্ট।
ডাকযোগে ভোটের ক্ষেত্রে অনেক রাজ্যে ব্যালট বদলানোর শেষ সময় পেরিয়ে গেছে। করোনাভাইরাস মহামারীর কারণে এবার ডাকযোগে ভোটের হার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। এরই মধ্যে দুই ডজন রাজ্যে ডাকযোগে ভোট দিতে আগ্রহীদের কাছে মেইল ব্যালট পাঠিয়েও দেওয়া হয়েছে। কংগ্রেস যদি নির্বাচন স্থগিত না করে, তাহলে রিপাবলিকান ট্রাম্প বা ডেমোক্র্যাট জো বাইডেনের মধ্যে একজনের মৃত্যু হলেও ভোটারদেরকে এই দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে হবে। আর যদি বিজয়ী প্রার্থীই মারা যান, তাহলে সামনে এসে হাজির হবে আরও অনেক প্রশ্ন।
প্রার্থী যদি ইলেকটোরাল কলেজ ভোটের আগে মারা যান, তাহলে?
ইলেকটোরাল কলেজ ব্যবস্থা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াকে তাদের জনসংখ্যা অনুযায়ী যে ‘ইলেকটোরাল ভোট’ বরাদ্দ করা হয়, তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের মাধ্যমেই একজন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হন। কে প্রেসিডেন্ট হবেন, তা ঠিক করতে এবার ইলেকটোরাল কলেজের ‘ইলেক্টর’ বা ভোটদাতারা ১৪ ডিসেম্বর একত্রিত হবেন। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে বিজয়ীকে ন্যূনতম ২৭০টি নিশ্চিত করতে হবে।সাধারণত প্রতিটি রাজ্যের ‘ইলেক্টররা’ ওই রাজ্যে পপুলার ভোটে বিজয়ী প্রার্থীকেই সমর্থন দেন। কিছু কিছু রাজ্য ‘ইলেক্টর’দেরকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা দিলেও যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি রাজ্যে এমন স্বাধীনতা নেই। সেখানকার ‘ইলেক্টর’দের পপুলার ভোটে বিজয়ী প্রার্থীকেই ভোট দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো প্রার্থীর মৃত্যু হলে পপুলার ভোটে জয়ী প্রার্থীকে বেছে নেওয়ার যে বাধ্যবাধকতা ‘ইলেক্টর’দের উপর থাকে, তা বলবৎ থাকবে কিনা, বেশিরভাগ রাজ্যেই তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা নেই। মিশিগানের আইন অনুযায়ী, রাজ্যে পপুলার ভোটে বিজয়ী যে প্রার্থীর নাম ইলেকটোরাল কলেজ ব্যালটে থাকবে, ‘ইলেক্টর’দেরকে তাকেই ভোট দিতে হবে। অন্যদিকে ইন্ডিয়ানার আইন অনুযায়ী, ‘ইলেক্টর’রা প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থীর মৃত্যু হলে তার বদলি প্রার্থীকে ভোট দেবেন।