প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

ওব্যাটের বিনামূল্যে চক্ষু শিবির

| মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলসমূহে হতদরিদ্রদের মৌলিক অধিকার চিকিৎসাসেবা নিশ্চিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশীদারিত্ব প্রয়োজন। বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সংক্রান্ত কল্যাণ সাধনে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট’র উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনে খুলশী থানাধীন ওব্যাট জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে দ্বিতীয় দফা চক্ষু শিবির সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপরোক্ত কথা বলেন সৈয়দ মোর্শেদ হোসেন। ওব্যাট হেল্পার্স’র প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাপ্পি, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি ও ওব্যাট’র উপদেষ্টা নোমান উল্লাহ বাহার, ডা. তাহমিনা পারভীন, ডা. তাহমিনা আক্তার সুমি, ডা. কানিজ ফাতেমা, ডা. জান্নাতুল নাঈম, ডা. জিয়াউল হক, এম. এ. জলিল, ইঞ্জিনিয়ার আসগর আলী, মো. মোস্তাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে রাষ্ট্রদূত আবু জাফরকে সম্মাননা
পরবর্তী নিবন্ধজাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ ভুলবার নয়