প্রাথমিক শিক্ষার ভিত ও শিক্ষকদের ইচ্ছাশক্তি

আলেয়া সুলতানা | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

জীবনে প্রতিষ্ঠার সর্বোচ্চ শিখরে উঠতে গেলে একটি মজবুত ভিত্তির প্রয়োজন। আর এই মজবুত ভিত্তিটা হতে পারে প্রাথমিক শিক্ষা। এটা হয়তো অনেকের কাছে যথাযথ মনে না হলেও কথাটি ফেলে দেওয়ার মত নয়। আর এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিয়ম মাফিক শ্রেণি কার্যকমগুলোর সাথে শিক্ষকদের একটু আন্তরিকতার সংমিশ্রণ ঘটলে এটি একটি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে।

পক্ষান্তরে শিক্ষকদের ইচ্ছাশক্তির জালে আটকে পড়তে পারে শত শত অভিভাবকের অসচেতনতা। এর জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া। শিক্ষকদের ইচ্ছাশক্তির বলে তাৎক্ষণিক সৃষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধান সহজ হয়। অভিভাবকদের সাথে সম্পৃক্ততা যত বেশি হবে, তাদের ঘুমন্ত স্নায়ুগুলো ততবেশি জেগে উঠবে। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে, ঝরে পড়া রোধের পরিবেশ তৈরি হবে, শ্রেণি কার্যক্রম পরবর্তী সময়ে শিক্ষকদের সহায়তায় দুর্বল শিক্ষার্থীদের লেখাপড়ার দুর্বলতা হ্রাস পাবে।

এটা সত্য যে, এক লাফে মগডালে উঠা সম্ভব নয়। তবে চেষ্টা অব্যাহত থাকলে ধীরে ধীরে শাখাপ্রশাখা অতিক্রম করে মগডালের কাছাকাছি পৌঁছানো যেতে পারে। অন্যের সমস্যার জায়গাগুলোতে যতক্ষণ নিজেকে প্রতিস্থাপক মনে করা

যাবে না, ততদিন ইচ্ছাশক্তির ভিত্তিস্তরের উপাদানগুলোর অনুপাত যথাযথ হবে না। তাই আসুন আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে নিজেদের ইচ্ছা শক্তিকে জাগ্রত করি।

লেখক : শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে
পরবর্তী নিবন্ধডিপ্রেশন : দরকার মানসিক পরিচর্যা