প্রাথমিক শিক্ষক নিয়োগে থাকছে না নারী ও পোষ্য কোটা

| বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘সিদ্ধান্ত অনুযায়ী’ ৯৩ শতাংশ সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রেখে নতুন নিয়োগ বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য ৫ শতাংশ; ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। অর্থাৎ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা আর ‘থাকছে না’। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে এ নিয়োগ বিধিমালার খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন এ বিধিমালার আলোকেই আগামীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি : নকল করলে প্রশ্নফাঁসে জড়ালে শাস্তি, সতর্ক করল বোর্ড
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সাথে পিটার হাসের সাক্ষাৎ