বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি গতকাল শুক্রবার সকালে নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ পিটিআই অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের চাকুরি জাতীয়করণ ও পরবর্তী করণীয় শীর্ষক দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি–চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার তিনি বলেন, বর্তমান সরকার আমাদেরই সরকার। এ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বা আন্দোলন করার দরকার নেই। চট্টগ্রাম থেকে সংঘটিত হয়ে ঢাকায় একটি কর্মসূচির আয়োজন করলে আশাকরি অন্তর্বর্তী সরকার আপনাদের জাতীয়করণসহ যৌক্তিক দাবিগুলো পূরণ করবে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীরা বাংলাদেশ সরকারের অংশ হিসেবে কাজ করে। বৈষম্য না রেখে তাদের জাতীয়করণ অবশ্যই জরুরি, এ বিষয়টি বর্তমান সরকারকে অবহিত করা হবে। সরকার আপনাদের পাশে থাকবে। আমরা নাগরিক ঐক্য আপনাদের সাথে আছি। সমাবেশের মুখ্য আলোচক নাগরিক ঐক্যের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী নুরুল আবছার মজুমদার স্বপন বলেন, দেশে প্রাথমিক শিক্ষায় দীর্ঘ বছর ধরে ৩য় ও ৪র্থ শ্রেণির প্রায় ৮ থেকে ৯ হাজার কর্মচারীর পদ শূন্য রয়েছে। শিক্ষার মানোন্নয়নে এ পদগুলো দ্রুত সময়ে পূরণ করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক চট্টগ্রাম মহানগর জেএসডি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে কোন বৈষম্য আমরা মেনে নেব না। সরকারি কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায্য পাওনা আশা করে। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হতে হবে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। মুখ্য আলোচক ছিলেন নাগরিক ঐক্যের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী নুরুল আবছার মজুমদার স্বপন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জেএসডি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আজিজুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম পাটোয়ারী, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, মো. নুরুজ্জামাল, নুরুল হুদা, সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, অভিজিত দাশ, ওমর ফারুক, সুলতান আহমদ সুমন, আওরঙ্গজেব এরশাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।