চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম যাচাই–বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদকসহ (জিএস) বাদ পড়েছেন ১৯ জন প্রার্থী। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
প্রাথমিক যাচাই–বাছাইয়ে কেন্দ্রীয় সংসদে বাদ পড়া অন্যান্য প্রার্থীরা হলেন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ১ জন, সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ২ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ২ জন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী ১ জন, সহ–দপ্তর সম্পাদক পদপ্রার্থী ১ জন, সহ–ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ১ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদপ্রার্থী ১ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী ১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী ২ জন এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী ৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।
এ বিষয়ে আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে যাচাই–বাছাইয়ে ১৯ জনের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। তবে, এটি চূড়ান্ত নয়। বাদ পড়া প্রার্থীরা আবার আবেদন করতে পারবে। আবেদন রিভিউ করার পর চূড়ান্ত তালিকা প্রকাশ হলে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া কয়েকটি হল ও হোস্টেলে প্রার্থী না থাকায় ২৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। তবে, এটিও চূড়ান্ত নয়। কেননা এখনো ডোপ টেস্টসহ অন্যান্য বিষয় এখানে জড়িত।












