একটি দেশ ও জাতির কল্যাণে আইনের ভূমিকা অপরিহার্য, রাষ্ট্র আইন বিহীন অকার্যকর, আইনের শাসনের বিকল্প নেই। আমি আইনজ্ঞ নই তবে আমি মনে করি আইনের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা থাকা সবার নাগরিক দায়িত্ব, আইন নাগরিকদের জন্য, আইনের জন্য নাগরিক নয়, একজন উচ্চ শিক্ষিত ব্যক্তির জন্য আইন যেমন তেমনি একজন শ্রমিক বা দিনমজুর হিসেবেও আইনে সমান অধিকার আছে, আইনের প্রয়োগ রাষ্ট্র করবে।
তবে আইনের প্রতি স্বচ্ছ ধারনা সবার সমান নয় বিধায় সবার কাছে আইনের অধিকার এবং অপরাধ সম্পর্কে ধারণা সৃষ্টি করতে সরকারকেই যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে, এমতাবস্থায় আইনের মৌলিক বিষয়গুলো যাতে ভবিষ্যত প্রজন্মের বোধগম্য হয় সে লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যক্রমে আইনকে সহজ ভাবে তুলে ধরতে হবে, যা এখন সময়ের দাবী বলে আমি মনে করি, আমি আইনগত কাজে এবং একজন সার্ভেয়ার হিসাবে একাধিক সামাজিক শালিসি সমাধানের কার্যক্রমে যতটুকু বুঝতে পেরেছি আইন সম্পর্কে বাস্তব ধারণা না থাকায় সাধারণ মানুষ তুচ্ছ কারণে খুন খারাবি সহ নানান অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ে, যদি শিক্ষার একটি অংশ হিসাবে এখন থেকেই আইন মানা এবং জানার উদ্যোগ নেওয়া হয় তবে আগামী প্রজন্ম নানান অপরাধ থেকে সেচ্ছায় বিরত থাকবে বলে আশা করি।
সম্প্রতি পদ্মা সেতুর উপর অসভ্য কার্যকলাপ বুঝিয়ে দিয়েছে আমরা আইনের প্রতি কতটা নির্লিপ্ত, তাই আইনকে সহজভাবে সবার কাছে তুলে ধরার বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবী রাখছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
আলমগীর হোসাইন
সিটি গেইট কর্নেল হাট,
চট্টগ্রাম।