প্রাণ বাঁচাতে সেনানিবাসে এসেছিলেন ৬২৬ জন, এখন আছেন সাতজন : আইএসপিআর

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলার অবনতির মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ২৮ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২৬ জন প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলেছে, বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল।

আইএসপিআর বলছে, পরিস্থিতির উন্নতি হওয়ার পর ওই ৬২৬ জনের মধ্যে ৬১৫ জন নিজেরাই সেনানিবাস ত্যাগ করেন। এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ, মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। খবর বিডিনিউজের।

বর্তমানে আশ্রয় প্রার্থী ৩ জন এবং তাদের পরিবারের চার সদস্যসহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় প্রাণনাশের আশঙ্কায় তারা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। যাদেরকে আশ্রয় দেওয়া হয়, তাদের মধ্যে ২৪ জন রাজনীতিবিদ, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারপরিজন মিলিয়ে আরো ৫১ জন ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী উদ্ভূত পরিস্থিতিতে নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে দাবি করে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘুম থেকে চিরঘুমে মা মেয়ে ও নাতনি
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে : খসরু