প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ৮ম কার্যনির্বাহী কমিটির অভিষেক সমপ্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শাহ্ মোহাম্মদ শফিকউল্লাহ্। সম্মানিত অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, সমিতির উপদেষ্টা ও চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাকালীন ছাত্র অ্যাডভোকেট ফখরুল ইসলাম। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, প্রাক্তন মহিলা বিষয়ক সম্পাদক সোলতানারা বেগম ও প্রাক্তন নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী। শেষে অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।–প্রেস বিজ্ঞপ্তি










