প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল

চবি সমাজতত্ত্ব বিভাগ

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল গতকাল সোমবার চিটাগাং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. এ এফ ইমাম আলি, প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রফেসর লিয়াকত আলী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল আলম। দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ও হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
পরবর্তী নিবন্ধকাল ‘অদম্য এক মনোয়ার হোসেন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান