প্রাক্তন ক্যাডেট পুনর্মিলনীর প্লাটিনাম স্পন্সর প্যাসিফিক নীট ডিভিশন

ফৌজদারহাট ক্যাডেট কলেজ

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

প্যাসিফিক নীট ডিভিশন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট পুনর্মিলনী ২০২৫ এর প্লাটিনাম স্পন্সর হয়েছে। এ উপলক্ষে প্যাসিফিক নীট ডিভিশনের কর্পোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তাহমীর এবং প্রাক্তন ক্যাডেট এসোসিয়েশনের পক্ষে সেন্ট্রাল গভর্নিং বডির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল মতিন স্বাক্ষর করেন। তিন দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন আজ থেকে শুরু হয়ে আগামীকাল সম্পন্ন হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটরা স্মৃতিচারণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে