প্রাকৃতিক সৌন্দর্যই যেন অভিশাপের কারণ না হয়

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

অপরূপ সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অনন্য নিদর্শন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়, গাছপালা, বনবনানী সমৃদ্ধ এই রূপসী ক্যাম্পাস যেন প্রকৃতি, জ্ঞান অর্জন এবং মানব মনের মেলবন্ধন। কিন্তু এই সৌন্দর্যই যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাস প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে পিকনিক স্পটে যা

 

মোটেও কাম্য নয়। এক্ষেত্রে প্রথমেই বলতে হয় শার্টলে পর্যটক ও বহিরাগতদের যাতায়াতের কথা। বর্তমানে বহিরাগতদের উৎপাতে শিক্ষার্থীদেরই ঠাঁই মিলছে না শার্টলে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এমনকি শিক্ষার্থীদের মোবাইল এবং টাকা চুরির ও ছিনতাইয়ের ঘটনা এখন অহরহ ঘটছে। অন্যদিকে যত্রতত্র বহিরাগতদের প্রবেশাধিকার ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ এবং ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। তাই প্রকৃতির অপার মহিমায় সাঁজানো এই সুবিশাল আঙিনার সৌন্দর্য রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুমাইতা আফনান

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধপাবলো পিকাসো : বিংশ শতাব্দীর চিত্রসম্রাট
পরবর্তী নিবন্ধজলতরঙ্গ