আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) চট্টগ্রামের কুমিরা ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিউটিফিকেশন এন্ড সিকিউরিটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. মাহী উদ্দিন। উপস্থিত ছিলেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য মিয়া মুহাম্মদ ইসমাইল মানিক, খালেদ মাহমুদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক শফীউর রহমান, প্রক্টর নেজামুল হক, একাউন্ট এন্ড ফাইন্যান্স ডিভিশনের ডাইরেক্টর আফজাল আহমদ প্রমুখ। সভায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। প্রেস বিজ্ঞপ্তি।