প্রাইমমুভার ট্রেইলার ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

স্বদেশ গ্রুপের মালিকানাধীন প্রাইমমুভার চালকদের প্রাপ্য বেতন ভাতা খোরাকি ও ৩ শ্রমিক নেতাসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা স্বদেশ গ্রুপের মামলা প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘটের কর্মসূচি দিয়েছে প্রাইমমুভার ট্রেলার ও ফ্ল্যাটবেড শ্রমিকগণ।

মঙ্গলবার সকালে সল্টগোলা ক্রসিং এলাকায় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ এই প্রকল্প যখন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সরকার সফলতার প্রান্তে ঠিক তখন এমন গুরুত্বপূর্ণ অর্জনে জড়িত জালানি পরিবহণে সম্পৃক্ত গাড়ীর চালক, সহকারী ও সংশ্লিষ্টদের প্রাপ্য বেতন ভাতাদি ও খোরাকির অর্থ পরিশোধ না করে এ অর্জন’কে কলঙ্কিত করছে স্বদেশ গ্রুপ। মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, আগামী ১৪ মে (মঙ্গলবার) ভোর ছয়টা থেকে ১৬ মে (বৃহস্পতিবার) ভোর ৬ টার মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা ও স্বদেশ গ্রুপ কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে কঠোরতম আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে সাংগঠনিক সম্পাদক আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেলিম খান, কার্যকরী সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহসভাপতি তাজ আলমগীর, সহসভাপতি নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কায়েস চৌধুরী, ইব্রাহিম, আব্দুর রহিম, জহির উদ্দিন খান টিপু, মোঃ পারভেজ, আব্দুল মান্নান মিরাজ, মজিবুল হক, ওমর ফারুক, মোঃ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
পরবর্তী নিবন্ধ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ’