প্রাইভেটকারের চাকার ভেতরে ৩০ লাখ টাকার ইয়াবা

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

টেকনাফ থেকে চট্টগ্রামে পাচারের সময় চকরিয়ায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। যার অনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ সময় পুলিশের সংকেত দেখে নিরাপদ দূরত্বে কারটি ফেলে চালক পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়েছে ইয়াবা কারবারিকে। এ সময় তার দেখানো মতে কারের চাকার টিওবের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত কার গাড়িটিও।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম খায়রুল বশর (২০)। সে কঙবাজারের টেকনাফ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার নুরুল ইসলামের ছেলে। জব্দকৃত প্রাইভেট কারের নাম্বার ঢাকামেট্টো-গ-১২-৫৪২৩। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও মীরসরাইয়ে আগুনে পুড়ল ১৭ বসতঘর
পরবর্তী নিবন্ধরমজান উপলক্ষে সরাইপাড়া ওয়ার্ডে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ